গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা দ্বিতীয় নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’কে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ অক্টোবর) সকালে ভূমধ্যসাগর থেকে ৯টি নৌযানের এই বহরকে আটক করা হয়। ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রবেশের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং নৌবহরের সব জাহাজ ও যাত্রীকে ইসরায়েল বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে জানায়, “আইনি নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।” তারা আরও জানায়, আটক যাত্রীদের সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং খুব দ্রুত তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।অন্যদিকে, ফ্রিডম ফ্লোটিলার আয়োজক সংগঠন জানিয়েছে, তাদের একাধিক জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলে এবং জোরপূর্বক দখল করে নিয়ে যায়। তারা বলেছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সময় ইসরায়েলি বাহিনী...