বিশ্ববিদ্যালয়ের আবাসন ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। এ প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বুধবার বিশ্বিবিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, “ছাত্র শিবিরের প্যানেলে যারা মনোনয়ন দেওয়া হয়েছে তাদের ৫০ শতাংশ শিবিরের রাজনীতির বাইরে। বিভিন্ন স্থান থেকে যারা সেরা, তাদেরই প্যানেলে যুক্ত করা হয়েছে।” ১২ মাসে ৩৩ সংস্কারের লক্ষ্য ধরে এ ইশতেহারে নয়টি ‘ফোকাস পয়েন্ট’ তুলে ধরেছে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। এর মধ্যে রয়েছে- আবাসন, যাতায়াত, স্বাস্থ্য সম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস ও ওয়েলফেয়ার কার্যক্রম। ইশতেহারের আবাসন সংকট নিরসন ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছে, বিদ্যমান হলগুলোর প্রয়োজনীয় সংস্কার, এক্সটেনশন ব্লক বৃদ্ধি...