একটু বেশিই চাপ কি অনুভব করছেন জামাল ভূঁইয়া? সংবাদ সম্মেলনে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে এসে সিঙ্গাপুরকে নিয়ে যে কথা শুরু করলেন তিনি! দ্রুতই অবশ্য লাজুক হাসি দিয়ে ভুল শুধরে নিলেন বাংলাদেশ অধিনায়ক। বললেন, হংকং চায়নার বিপক্ষে ম্যাচ নিয়ে দলের সবাই রোমাঞ্চ নিয়ে ক্ষণ গুণছে। জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ৮টায় এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের টেবিলে ৪ করে পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর ও হংকং সুবিধাজনক অবস্থায়। ১ করে পয়েন্ট নিয়ে শঙ্কায় ভারত ও বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪তম) চেয়ে বেশ এগিয়ে হংকং (১৪৬তম)। দলটির বিপক্ষে অতীতে চারবার মুখোমুখি হয়ে কোনো জয়ের গল্প লিখতে পারেনি বাংলাদেশ; তিনটি হার ও একটি ড্র। এর বাইরে ২০১৪ এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের লড়াইয়ে হংকংয়ের মুখোমুখি হয়েছিল...