ঢাকা:পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা চাই না আমাদের কেউ পাকিস্তান-আফগানিস্তানে গিয়ে কোনো কার্যক্রমে জড়িয়ে পড়ুক, এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে কোনো সমর্থন নেই। বুধবার (৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পাকিস্তানের একটি সশস্ত্র সংগঠনের হয়ে বাংলাদেশির মৃত্যুর খবর শোনা যাচ্ছে। আফগানিস্তানের হয়ে বাংলাদেশিরা কীভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে? বাংলাদেশ সরকার এ বিষয়ে অবগত কিনা এবং এটাকে কীভাবে দেখছে জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশিরা বলা ঠিক হবে না কিন্তু। একটা-দুইটা ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে। ইউক্রেন যুদ্ধেও বাংলাদেশি দুই-একজন মারা গেছে। বাংলাদেশ তো সেখানে অংশগ্রহণ করছে না, এটাকে এভাবে দেখতে হবে। তিনি বলেন, আমরা অবশ্যই চাই না আমাদের কেউ গিয়ে কোনো কার্যক্রমে জড়িয়ে...