আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতকের পর আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশ ব্যাটার সাইফ হাসানের। ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮তম স্থানে- যা তার ক্যারিয়ার সেরা। এশিয়া কাপের পর থেকেই ধারাবাহিক ফর্মে রয়েছেন ডানহাতি ব্যাটার। আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে তার দারুণ ইনিংসটি র্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলেছে। এদিকে, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ শেষে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানগুলোতেও পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ তিন ইনিংসে ১৯৭ রান করে ১৩ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় যৌথভাবে ১০ম স্থানে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, কিউই ব্যাটার টিম রবিনসন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির সুবাদে ৫৮ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২২তম স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান ৬ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার ওপরে রয়েছেন কেবল ভারতের বরুণ চক্রবর্তী।...