০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম প্রতিদিন ভোরে কাকের কর্কশ ডাকে ঘুম ভাঙে কয়েক গ্রামের বাসিন্দাদের। বিকেল হলেই গোটা প্রান্তর কালো হয়ে ওঠে লাখো কাকের সমারোহে। এটি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া, যা ‘কাকের গ্রাম’ নামে পরিচিত। এখানে বনবাঁদার, বাঁশঝাড় ও খরখড়িয়া নদীর উভয় তীরের সবুজ চত্বরে গড়ে উঠেছে কাকের বিশাল বসতি। কাঙ্গালপাড়ায় ঠিক কত কাক আছে? এ প্রশ্নে স্থানীয় সাংবাদিক এম এ মোমেন বলেন, লাখের মতো। যদিও এটি সঠিক পরিসংখ্যান নয়, তবুও স্থানীয়রা বিশ্বাস করেন, কাঙ্গালপাড়ার কাকবাড়িতে কয়েক লাখ কাক বাস করে। এই কাকেরা বাঁশঝাড়, গাছের ডালে ও নদীর তীরের সবুজে বিচরণ করে। প্রবীণ শিক্ষক আজিজুল ইসলাম (৬৫) বলেন, “আমার জ্ঞান হওয়ার পর থেকে এখানে কাকের বসতি দেখছি। বিকেলে যখন কাকেরা নীড়ে...