রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগে হত্যাচেষ্টা মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, হিরো আলমের ওপর হামলার মামলায় তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া খান কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক...