বগুড়া সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি নাশকতার মামলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লবকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে শহরের মালতিনগর এসপি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলা সূত্র জানায়, মশিউর রহমান বিপ্লব বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডহর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়ার গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ আগস্ট বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা হয়। তিনি এ মামলায় ১৮১ নাম্বার আসামি।ওসি ডিবি ইকবাল বাহার জানান, মঙ্গলবার রাতে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের মালতিনগর এসপি ব্রিজ এলাকা থেকে মশিউর রহমান বিপ্লবকে গ্রেফতার করা...