গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ মারিয়া ক্রিস্টিনের ক্যাপ্টেন ও ইতালির মানবাধিকার কর্মী টমাসো বোর্তোলাজ্জি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়ার পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। বিষয়টি তিনি নিজেই ইস্তানবুলে পৌঁছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে এ অভিজ্ঞতা শেয়ার করেছেন। বোর্তোলাজ্জি আনাদুলুকে বলেন, ‘আমার সহযাত্রীরা ছিলেন তুরস্কের। তাদের প্রায় সবাই মুসলিম ছিলেন। তারা যখন নামাজ পড়ছিলেন তখন ইসরায়েলি দখলদার বাহিনীর পুলিশ ভেতরে এসে তাদের বাধা দেয়। আমি তখন এই আচরণের বিরোধিতা করার প্রয়োজন অনুভব করি। ঘটনার পরে আমার এক বন্ধুর সঙ্গে আমি শাহাদাহ (কালিমা) পাঠ করি।’ আনাদুলুর সাক্ষাৎকারে ওই ক্যাপ্টেনকে বলতে শোনা যায়, আমার শরীরে তো ট্যাটু আছে, আল্লাহ কি আমাকে কবুল করবেন? ঘটনার প্রত্যক্ষদর্শী একজন তুর্কি আটক ব্যক্তি বলেন, ‘বোর্তোলাজ্জি কারাগারের ভেতরে প্রহরীদের চাপ সত্ত্বেও তাদের সঙ্গে নামাজে...