শুরুতেই বাংলাদেশকে চেপে ধরেছিল আফগানিস্তান। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেই দারুণ শুরু মিলিয়ে গেছে। ধাক্কা সামলে নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে বিপদ কাটিয়ে রানআউট হয়ে ফিরে গেছেন হৃদয়। তবে হাফসেঞ্চুরি তুলে নিয়ে এখনো আশার প্রদীপ হয়ে উইকেটে টিকে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৫৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের হাল ধরেছিলেন হৃদয়-মিরাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের দশম অর্ধশতক তুলে নেন হৃদয়। চতুর্থ উইকেটে গড়েন ১০১ রানের জুটি। এরপরই ভুল বোঝাবুঝিতে কাটা পড়েন রানআউটে। ফেরার আগে ৮৫ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৮ রানেই হারায় প্রথম উইকেট। ১০ বলে ১০ রান করে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও পারলেন না দায়িত্ব নিতে।...