আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য চালু হতে যাওয়া ‘পোস্টাল ব্যালট’ সেবায় গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তর প্রাঙ্গণে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রবাসীদের ভোট প্রক্রিয়া তিনটি ইনভেলাপের মাধ্যমে সম্পন্ন হবে, ফলে ভোট প্রদানের সময় গোপনীয়তা অটুট থাকবে। তিনি এই সেবাকে বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, বাংলাদেশ ডাক দেশের অন্যতম প্রাচীন ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত প্রতিষ্ঠান। বর্তমানে ৯,৮৪৮টি ডাকঘরের মাধ্যমে প্রায় ৪০,০০০ কর্মকর্তা-কর্মচারী সারাদেশে সেবা পৌঁছে দিচ্ছেন। ডাকঘরগুলোতে বর্তমানে ২০ ধরনের সেবা যেমন চিঠিপত্র, পার্সেল, সঞ্চয়, মানি অর্ডার, জীবনবীমা ও ইলেকট্রনিক মানি...