যুক্তরাষ্ট্র ও জাপানের গবেষকদের এক যৌথ গবেষণায় উঠে এসেছে,বিয়ে মানুষকে সুস্থ-সুখী ও মানসিকভাবে শান্ত করে তোলে। বৈবাহিক সম্পর্ক শারীরিক ও মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান ও সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির যৌথ পরিচালিত গবেষণায় বলা হয়েছে, বিবাহ মানুষের সুখ ও স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে বাড়ায়।গবেষণায় যুক্তরাষ্ট্র ও জাপানের প্রায় পাঁচ হাজার প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করা হয়। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৫০৫ জন বিবাহিত ও ৩০৮ জন অবিবাহিত ছিলেন। জাপানে ৭১০ জন বিবাহিত ও ১৬৪ জন অবিবাহিত অংশ নিয়েছিলেন।ফলাফলে দেখা গেছে, বিবাহিত ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি শান্ত, সুস্থ ও পরিপূর্ণ জীবনযাপন করেন।গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিবাহিত অংশগ্রহণকারীরা পরিবারের কাছ থেকে বেশি মানসিক সহায়তা পান; যা তাদের সুখ ও মানসিক স্বস্তিতে সরাসরি প্রভাব ফেলে।অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও জাপানের অবিবাহিত ব্যক্তিরা সামাজিক ও পারিবারিক...