কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের উদ্দেশ্যে বাইরে আসা নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি অভিযান চলাকালীন আটক হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যে প্রেরণ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক হন ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২ জন শিশু। টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল গণমাধ্যমকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক, মাইকিং ও মিটিংয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হয়। তবু কেউ ডাক্তার দেখাতে, কেউ দিনমজুরির কাজ করতে বা মাছ ধরতে বের হন। এ সময় বিজিবি...