চট্টগ্রাম:যথাযথ মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সাবের আহমেদ আসগারীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ অক্টোবর) জমিয়তুল ফালাহ জামে মসজিদে জোহরের নামাজের পর জানাজা শেষে এই মুক্তিযোদ্ধা সাংবাদিকের রাষ্ট্রীয় 'গার্ড অব অনার' দেয়া হয়। এদিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগরীর মরদেহে সিইউজের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে জামেয়াতুল ফালাহ মসজিদের মাঠে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, সিনিয়র সহ সভাপতি স ম ইব্রাহিম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম প্রমুখ। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানায় সিইউজে। এক শোকবার্তায় সিইউজে সভাপতি...