দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এখন ‘প্যান-ইন্ডিয়া’ তারকা। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর তামিল, তেলেগু, হিন্দি— নানা ভাষায় কাজ করে চলেছেন অভিনেত্রী। কিন্তু প্রায়ই শোনা যায়, কন্নড় ইন্ডাস্ট্রিতে নাকি রাশমিকা মান্দানা নিষিদ্ধ। যে ইন্ডাস্ট্রি তাকে অভিনয়জীবনে সুযোগ করে দিল, সেই ভাষার সিনেমা থেকে কেন দূরে গেলেন অভিনেত্রী? তিনি কি সত্যিই কন্নড় সিনেমায় কাজ করার অনুমতি পান না? সম্প্রতি এ বিষয়ে নিজেই কথা বললেন রাশমিকা মান্দানা। অভিনেত্রী বলেন, দেখুন— সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার দেখা হয়ে ওঠেনি। কিন্তু সম্প্রতি আমি দেখেছি সিনেমাটি, ওদের (‘কান্তারা’ নির্মাতা) বার্তাও পাঠিয়েছি। ওরা ধন্যবাদ জানিয়ে উত্তরও দিয়েছেন। তবে কি কন্নড় ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ হওয়ার খবর নেহাতই রটনা?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রির অন্দরে কী ঘটছে সেটি তো সাধারণ...