এ ছাড়া ই-কার ও শাটল বাস সার্ভিস চালুর উদ্যোগ, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ, ক্যানটিন ও ক্যাফেটেরিয়ার মাননিয়ন্ত্রণ, সেশনজট নিরসনে ডিজিটাল একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন, নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার কর্নার, ব্রেস্টফিডিং জোন ও যৌন হয়রানি প্রতিরোধ সেল শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।গবেষণার মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধি, গবেষণা বৃত্তি, রিসার্চ ফেস্ট আয়োজন, বিভাগীয় লাইব্রেরি আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তির (এমওইউ) মাধ্যমে কম খরচে চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।নিরাপত্তার বিষয়ে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা, রেলগেটে পুলিশ বক্স ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পার্টটাইম নিরাপত্তা টিম গঠনের পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় গ্রিন ক্যাম্পাস কর্মসূচি, প্লাস্টিকবিরোধী প্রচারণা ও সৌরশক্তি ব্যবহারের অঙ্গীকারও করা হয়েছে। গবেষণার মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধি, গবেষণা বৃত্তি, রিসার্চ...