০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেজন্য সর্তক করে দিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন। গতরাতে ভারতের গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১০৩ রানে প্রতিপক্ষের ৬ উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে ১০০ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয়ের আশা ধুলিসাৎ করে দেন হেদার নাইট ও চার্লি ডিন। ৮টি চার ও একটি ছক্কায় ১১১ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন নাইট। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি ফাহিমা। ম্যাচ শেষে ফাহিমা বলেন, ‘আমরা নাইটের উইকেট শিকারের জন্য...