হয়তো আপনি আজই তোয়ালে ব্যবহার করেছেন। কিন্তু ভেবে দেখেছেন কী, যে তোয়ালেতে নিজেকে মুছলেন সেটি আসলেই কতটা পরিষ্কার ছিল? অনেকেই সপ্তাহে একবার তোয়ালে ধুয়ে নেন, কেউ আবার মাসে একবার। এমনকি যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে, কিছু মানুষ বছরে মাত্র একবার তোয়ালে ধৌত করেন!বাহ্যিকভাবে তোয়ালে যতই পরিষ্কার দেখাক না কেন, বাস্তবে এটি লাখ লাখ জীবাণুর প্রজননক্ষেত্র। গবেষণায় দেখা গেছে, আমাদের ত্বকের ব্যাকটেরিয়ার পাশাপাশি অন্ত্রের জীবাণুও সহজেই তোয়ালের আঁশে জমে থাকে।কীভাবে তোয়ালে দূষিত হয়গবেষকরা বলছেন, গোসলের পরও শরীরে অজস্র জীবাণু থেকে যায়। তাই তোয়ালে দিয়ে শরীর মুছলে সেই জীবাণুগুলোর কিছু তোয়ালেতে স্থানান্তরিত হয়। এরপর শুকানোর সময় বাতাসে ভেসে বেড়ানো ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসও তাতে বসে যায়। এমনকি যে পানিতে তোয়ালে ধোয়া হয়, সেখান থেকেও জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে।নখকুনি কেন হয়? ঘরোয়া উপায়ে সারাবেন...