‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ বা এমওএফ উদ্ভাবনের জন্য ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিশিষ্ট বিজ্ঞানী। তাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি এক শরণার্থী পরিবারে জন্ম নেওয়া ওমর এম. ইয়াগি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।ওমর ইয়াগির জন্ম ১৯৬৫ সালে জর্ডানের রাজধানী আম্মানে। তার বাবা-মা ছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি, যারা যুদ্ধের কারণে দেশ ছেড়ে জর্ডানে আশ্রয় নিয়েছিলেন। শৈশবে দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যেই বেড়ে ওঠেন ওমর। পরিবারটি একসময় একটি ছোট রুমে গাদাগাদি করে থাকত, যেখানে পানির প্রকট সংকট ছিল। দুই সপ্তাহ পর পর কয়েক ঘণ্টার জন্য পানি পাওয়া যেত— এই অভিজ্ঞতাই পরবর্তীতে তার গবেষণার অনুপ্রেরণা হয়ে ওঠে।মাত্র ১৫ বছর বয়সে বাবার উৎসাহে ওমর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তখন ইংরেজিতে খুব একটা দক্ষ না হলেও এক কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। ধীরে ধীরে নিজের...