০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দেশটির একদল বিক্ষোভকারী জনতা প্রেসিডেন্ট ড্যানিয়েলের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন। তবে তিনি অক্ষত রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। -রয়টার্স। ইকুয়েডরের একজন মন্ত্রী গাড়িবহরে হামলার এই ঘটনাকে প্রেসিডেন্টের ওপর হত্যাচেষ্টা বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্টের গাড়িতে গুলির চিহ্ন পাওয়া গেছে। দেশটির পরিবেশ ও জ্বালানি মন্ত্রী ইনেস মানসানো সরকারের কাছে প্রেসিডেন্টের ওপর হত্যাচেষ্টার আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করেছেন। তিনি বলেন, মঙ্গলবার অন্তত ৫০০ বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়িবহর ঘিরে ধরে হামলা চালিয়েছে। এ সময় প্রেসিডেন্টকে বহনকারী গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পরে সন্তেহভাজন পাঁচ হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর বলেছে,...