যত হইচই‘ই হোক কিংবা সমালোচনার ঝড়ই বয়ে যাক না কেন, কি হবে তা অনুমেয়ই ছিল। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হবেন এবং তার পক্ষের নিরঙ্কুশ বিজয় হবে। তা জানাই ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। নির্বাচনের আগে ও পরে যাই ঘটুক, নির্বাচন শেষ হয়ে গেছে কোন বাধা-বিঘ্ন ছাড়াই। ফল নিষ্পত্তিও সম্পন্ন। বিসিবির নতুন পরিচালক পর্ষদও গঠিত হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল প্রত্যাশিতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০তম সভাপতি নির্বাচিত হয়েছেন। কয়েক মাস আগে যার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি প্রধানের চেয়ারে বসেছিলেন বুলবুল , সেই ফারুক আহমেদ হয়েছেন সিনিয়র সহ সভাপতি। আর বরিশাল থেকে জিতে আসা সাখাওয়াত হোসেন হয়েছেন আরেক সহ-সভাপতি। এনএসসির একজনের মনোনয়ন বিতর্ক ছড়ালেও শেষ পর্যন্ত ২৫ সদস্যের পরিচালনা পর্ষদও হয়েছে চূড়ান্ত। ওয়ার্কিং কমিটিসহ মোট ২৪টি স্ট্যান্ডিং কমিটিও গঠিত হয়েছে। এক...