০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম ফিলিস্তিনি আন্দোলন হামাস এবং ইসরায়েলি সরকার মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর আওতায় মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকা বিনিময় করেছে। হামাসের মুখপাত্র তাহের আল-নুনু এই খবর জানিয়েছেন। তাস সংবাদ সংস্থার প্রতিবেদন মতে, হামাসের টেলিগ্রাম চ্যানেলে মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ''আজ, আমরা পূর্বে সম্মত হওয়া মানদণ্ড অনুসারে মুক্তি দেওয়ার জন্য পরিকল্পিত জিম্মি এবং বন্দীদের তালিকা বিনিময় করেছি।"আল-নুনু জোর দিয়ে বলেন, ইসরায়েলের কাছে দেওয়া তালিকায় ফিলিস্তিনি বন্দীদের একটি নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়েছে, তবে কতজন মানুষকে হামাস মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে তা তিনি নির্দিষ্ট করে বলেননি। মুখপাত্র আরও জানান, শারম এল শেইখে আলোচনা একটি আশাবাদী পরিবেশে চলছে। মধ্যস্থতাকারীরা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বিশাল প্রচেষ্টা চালাচ্ছেন।৬ অক্টোবর সন্ধ্যায়, শারম...