লোভাছড়া পাথর কোয়ারীতে ইতিপূর্বে জব্দকৃত পাথর অপসারণ করলে পাথর অপসারণে কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরি নিরাপদ কর্ম পরিবেশ ও শ্রমিকদের নায্য অধিকার সহ সমসাময়িক সমস্যা নিরসনে লোভাছড়া লোড আনলোড শ্রমিক-ইউনিয়ন রেজি নং সিলেট ৮০ কর্তৃক লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর অপসারণ কার্যক্রম চলমান অবস্থায় সরকারের বিভিন্ন দপ্তর, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে একাধিকবার দরখাস্ত প্রদান করা হয়। কিন্তু উল্লেখিত সমস্যা নিরসণে প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতিকার না পাওয়ায় গত ২ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের সচিব বরাবরে দরখাস্ত প্রদান করা হয়। উক্ত দরখাস্তের প্রেক্ষিতে গত ৫ অক্টোবর (রবিবার) দুপুরে কানাইঘাটের মুলাগুল হারিছ চৌধুরী একাডেমী মিলনায়তনে শ্রমিক-মালিক দ্বী-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলকারখানা ও...