সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন আরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান, কে অ্যান্ড কে কর্পোরেশন (জাপান) এর পরিচালক ও বিজিএমইএ সদস্য মোস্তাফিজুর রহমান মামুন। তিনি বলেন, “জাপান এমন একটি দেশ, যেখানে শৃঙ্খলা, সময়নিষ্ঠা ও কর্মনিষ্ঠা অত্যন্ত মূল্যবান গুণ। আমাদের তরুণ প্রজন্ম যদি জাপানি ভাষা শেখে এবং সেই সংস্কৃতিকে ধারণ করে, তাহলে তারা নিজেদের ভবিষ্যৎ আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।” বিশেষ অতিথি ছিলেন জাপানের ক্যানাগাওয়া প্রিফেকচারের সাগামিহারা শহরের সাগামি ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিনিধি মিনোরি ইয়ামাদা। তিনি জাপানে উচ্চশিক্ষার সুযোগ, ভিসা প্রক্রিয়া ও বিদেশি শিক্ষার্থীদের জন্য থাকা বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। মিনোরি ইয়ামাদা বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। জাপানি ভাষা শেখার মাধ্যমে তারা জাপানে শিক্ষা ও কর্মক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।” অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ওব্লিগস একাডেমির...