টানা দুই হারের পর এবার জয়ের স্বপ্ন ভালোভাবেই দেখতে শুরু করেছিল পাকিস্তান। ৭৬ রানে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিতে পারলে কে না এমন স্বপ্ন দেখবে! তবে ফাতিমা সানাদের সে স্বপ্নে পানি ঢেলে দিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বরেকর্ড গড়ে পেয়ে গেছে লড়াইয়ের পুঁজি। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ পাকিস্তান শুরুটা করেছে বেশ ভালো। প্রথম উইকেট পেতে ৩০ রান খরচ করতে হলেও এরপরই ধস নেমে যায়। এলিসা হিলিকে ফিরিয়ে শুরু করেন সাদিয়া ইকবাল। এরপরই ফিবি লিচফিল্ড শিকার বনেন ফাতিমা সানার। মাঝে একটা চেষ্টা ছিল ধস সামাল দেওয়ার। তবে এলিস পেরির উইকেট খোয়ানোর ফলে সে চেষ্টা ব্যর্থ হয়। ৫৫ রানে ৩ উইকেট খোয়ানো অস্ট্রেলিয়া পরের ২২ রানে হারায় আরও ৪ উইকেট। ফলে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে অজিরা ধুকতে থাকে। এসব যখন ঘটছে, চারে নামা...