ভারতের শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতা ও পরিবেশক প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। প্রতিষ্ঠানটি আবারও যুক্তরাজ্যে বড় আকারের কাজ শুরু করতে যাচ্ছে। যুক্তরাজ্যে বিগ বাজেটে ৩টি সিনেমা নির্মাণ করবে যশ রাজ ফিল্মস। এর মাধ্যমে তৈরি হবে তিন হাজারের বেশি কর্মসংস্থান। বৃটিশদের অর্থনীতিতে যুক্ত হবে কোটি কোটি পাউন্ড। যশ রাজ ফিল্মসের জন্য যুক্তরাজ্যে ফেরা একটি বিশেষ অনুভূতির বিষয়। প্রতিষ্ঠানটির সবচেয়ে জনপ্রিয় সিনেমা শাহরুখ খান ও কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) ছবির বড় অংশই যুক্তরাজ্যে শুটিং করা হয়েছিল। সেই ছবির ৩০ বছর পূর্তিতে আবারও দেশটিতে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে তারা। বুধবার মুম্বাইয়ে যশ রাজ স্টুডিওতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানান, ২০২৬ সালের শুরু থেকেই দেশটিতে তিনটি সিনেমার শুটিং শুরু হবে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির ইতিবাচক...