নিউইয়র্কভিত্তিক আর্থিক তথ্য প্রদানকারী ও মিডিয়া সংস্থা ব্লুমবার্গের হিসাবে, বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। সংস্থাটি প্রথমবারের মতো ৪০ বছর বয়সী রোনালদোর সম্পদ পরিমাপ করেছে। তার ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও এন্ডোর্সমেন্টের হিসাব ধরা হয়েছে এখানে। তাদের তথ্য মতে, রোনালদোর মোট সম্পদের পরিমাণ ১৪০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গের তথ্য মতে, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো বেতন থেকে ৫৫ কোটি ডলারের বেশি আয় করেছেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড ও স্পন্সর চুক্তির মাধ্যমেও বিপুল অর্থ পেয়েছেন তিনি, যার মধ্যে আছে নাইকির সঙ্গে ১০ বছরব্যাপী বাৎসরিক প্রায় ১ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি। ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০২২ সালের ডিসেম্বরে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাস্রে যোগ দেন রোনালদো। এতে বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ফুটবলার হয়ে যান...