ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং চায়না। রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। যেখানে জয় ছাড়া বাংলাদেশের এশিয়ান কাপের রেসকে টিকিয়ে রাখা কঠিন। বাংলাদেশ দলের প্রধান আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন হামজা চৌধুরী। তার সঙ্গে থাকছেন শমিত সোম, ফাহামেদুল ইসলাম ও অন্যান্য মূল খেলোয়াড়। ফলে দেশের ফুটবলপ্রেমীরা আশা করছেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পাবে বাংলাদেশ। বর্তমানে ‘সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ৪ করে, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। গোল ব্যবধানে বাংলাদেশ বর্তমানে তৃতীয় স্থানে। যদি হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জয় পায়, তবে তারা উঠে আসবে দ্বিতীয় স্থানে। ড্র হলে হংকং শীর্ষে উঠবে, আর হেরলে বাংলাদেশের এশিয়ান কাপের রেস প্রায় শেষ বলে মনে করা হবে। তবে প্রস্তুতির দিক থেকে...