ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ছেড়ে সৌদি আরবের প্রো লিগে যোগ দেওয়া নিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছিল জর্ডান হেন্ডারসনকে। সেখানে সময়টা তার মোটেও ভালো কাটেনি। জাতীয় দলেও জায়গা হারাতে হয়েছিল। পেছনে ফেলে আসা সেই ‘কঠিন সময়কে’ স্মরণ করলেন ইংলিশ মিডফিল্ডার। দুই বছর আগে অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার ঘটনাকে লিভারপুলের সঙ্গে ‘সম্পর্ক ভাঙনের’ সঙ্গে তুলনা করেছেন হেন্ডারসন, যে ক্লাবে তিনি কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়ের ১২টি বছর। ২০২৩ সালের জুলাইয়ে লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন হেন্ডারসন। সে সময় তিনি ছিলেন লিভারপুলের অধিনায়ক। দীর্ঘদিনের ঠিকানা ছেড়ে তার সৌদি আরবে পাড়ি জমানো নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিশেষ করে এলজিবিটিকিউ সমর্থকদের কাছ থেকে। দীর্ঘদিন তিনি নিজেও সমকামীদের অধিকার নিয়ে সরব ছিলেন। সৌদি আরবে সমকামিতা আইনত নিষিদ্ধ। তার ওই সিদ্ধান্ত অনেক...