দুর্গাপূজার ছুটি শেষে প্রাণ ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে টুকিটাকি চত্বর, আমতলা ও পরিবহন মার্কেট এলাকা। তবে শুধু ক্লাস নয় — বইতে শুরু করেছে রাকসু নির্বাচনের হাওয়া। সকাল থেকেই প্রার্থীরা নবোদ্যমে নামেন প্রচারণায়। ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে, হলের পড়ার জায়গায় ও টুকিটাকি চত্বরে ভোটারদের হাতে তুলে দেন নিজেদের ইশতেহার ও ব্যালট নম্বরের লিফলেট। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও শিক্ষার্থীদের মাঝে ধীরে ধীরে উষ্ণতা ফিরে আসছে নির্বাচনী মাঠে। ছাত্রদল, ছাত্রশিবির ও সর্বজনীন প্যানেলসহ বিভিন্ন দলের প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করেছেন। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এখনও ক্যাম্পাসে ফিরেননি, তাই প্রচারণা পুরোপুরি জমে উঠতে আরও কয়েক দিন সময় লাগবে। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, “তারিখ পরিবর্তন ও পোষ্যকোটা ইস্যুতে অনিশ্চয়তা থাকলেও...