ওরাল হাইজিন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁ পাবলিক প্রি-ক্যাডেট বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও ভিভাবকদের মাঝে ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা দেয়া হয়েছে। পেপসোডেন্ট এর আয়োজনে বুধবার (৮অক্টোবর)সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিদ্যালয়ের কক্ষে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাক্তার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্ব দুই সদস্যের একটি চিকিৎসকদল ডাক্তার নাঈফা জামান ও ডাক্তার অন্তরা এ সেবায় অংশ নেয়। এছাড়াও ক্যাম্পের তত্ত্বাবধায়ক মোঃ গোলাম কিবরিয়া ও পেপসোডেন্ট ক্যাম্পের স্বেচ্ছাসেবকার উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম রাব্বানী, পরিচালক আকতারুজ্জামান, পরিচালক শহিদুল ইসলাম, পরিচালক মুকুট রানা, সহকারি শিক্ষক শাহানাজ পারভীন, সহকারি শিক্ষক রবিউল ইসলাম, সহকারি শিক্ষক মাহমুদা খাতুন ও সহকারি শিক্ষক সিদ্দিকা ফারজানা সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় দেড়শ শিক্ষার্থী ও...