রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, রূপালী ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বর্তমান ব্যাংকিং খাতে প্রতিযোগিতার এই সময়ে গ্রাহকসেবার মান উন্নয়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে। প্রধান অতিথি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শাখাকে ব্যবসায়িক লক্ষ্য অর্জনে আরও দায়িত্বশীল হতে হবে। সঞ্চয় বৃদ্ধি, ঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস ও নতুন গ্রাহক সংযোজনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে। রূপালী ব্যাংক আগামী দিনে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগ খাতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বুধবার (৮...