বেথ মুনি যখন ক্রিজে গেলেন, অস্ট্রেলিয়ার রান তখন ২ উইকেটে ৩০। এরপর চোখের পলকে আরও কয়েকটি উইকেট হারিয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গেল দল। কিন্তু হাল ছাড়লেন না মুনি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে উপহার দিলেন সেঞ্চুরি। তার সঙ্গে অ্যালানা কিংয়ের রেকর্ড জুটিতে লড়ার মতো সংগ্রহ পেল অস্ট্রেলিয়া। উইমেন’স বিশ্বকাপে বুধবার পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ধসে পড়ে অস্ট্রেলিয়া। কলম্বোয় এদিন এক পর্যায়ে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। একশ ছাড়াতেই ড্রেসিং রুমে ফেরেন আরেকজন। সেখানে থেকে মুনি ও কিংয়ের নৈপুণ্যে ২২১ রানের পুঁজি গড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। অষ্টম ওভারে ক্রিজে গিয়ে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে মুনি খেলেন ১১৪ বলে ১০৯ রানের অসাধারণ ইনিংস। ছক্কাবিহীন ইনিংসে চার মারেন তিনি ১১টি। ওয়ানডেতে এটি মুনির পঞ্চম সেঞ্চুরি। এই সংস্করণের বিশ্বকাপে এই প্রথম...