ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য ভারতের জন্য ভিসার নিয়ম শিথিল করবে না। সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সুবিধাগুলো তুলে ধরতে ভারত সফরে যাওয়ার আগে স্টারমার এই মন্তব্য করেন। ১০০-র বেশি উদ্যোক্তা, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে স্টারমার ভারতে যাচ্ছেন। এ সফরের লক্ষ্য যুক্তরাজ্যে বিনিয়োগ বাড়ানো ও ধীরগতির অর্থনীতিকে চাঙ্গা করা। স্টারমার বলেন, “ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে।” তবে তিনি স্পষ্ট করে বলেন, ভারতীয় শ্রমিক বা শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা পথ খোলার কোনও পরিকল্পনা তার নেই। ভারতে এই সফর ভিসার বিষয় নিয়ে নয় বরং ব্যবসা থেকে ব্যবসায়িক যোগাযোগ, বিনিয়োগ, কর্মসংস্থান এবং যুক্তরাজ্যে সমৃদ্ধি আনার বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। বহু বছর আলোচনার পর গত জুলাইয়ে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত...