অয়ন মুখার্জি বিশাল বাজেটের সিনেমা ‘ওয়ার টু’ এর মুখ থুবড়ে পড়া নিয়ে আলোচনা কম হয়নি। বলিউড হৃত্বিক রোশান, দক্ষিণের জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানিসহ একঝাঁক তারকা থাকার পরও সিনেমাটি আগের সিকুয়েলের মত দর্শক টানতে পারেনি। সিনেমাটি মুক্তির পর কয়েক সপ্তাহ নীরব ছিলেন হৃত্বিক রোশন। এবার সেই নীরবতা ভেঙে অভিনেতা বললেন, শুটিং করার সময়েই এক ধরনের অস্বস্তি কাজ করছিল তার মনে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, হৃত্বিক নিজের ‘কাবির’ চরিত্রটি নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, “কাবির চরিত্রে অভিনয় করা ভীষণ আনন্দের অভিজ্ঞতা ছিল। খুবই স্বচ্ছন্দ ছিলাম, চরিত্রটি খুব ভালোভাবে জানতাম। এটা সহজ হবে বলেই মনে হয়েছিল। এটা এমন একটা সিনেমা, যেখানে অন্যদের মত আমিও সোজাসাপটা কাজটা করতে পারব। অভিনয় করব, দায়িত্ব পালন করব, তারপর বাসায় ফিরব।” পরিচালকে নিয়ে হৃত্বিক আরও লিখেছেন,...