চিরচেনা গোলের জাদু, অগণিত ট্রফি আর দেড় দশকেরও বেশি সময়জুড়ে সাফল্যের পর এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নাম উঠেছে তার ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে, যেখানে স্থান পান বিশ্বের শীর্ষ ধনীরা।ব্লুমবার্গের হিসাবে রোনালদোর সম্পদের পরিমাণ এখন প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকার সমান। এই পরিমাণে ধরা হয়েছে তার ফুটবল ক্যারিয়ারের আয়, বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ এবং দীর্ঘদিনের ব্র্যান্ড চুক্তিগুলো।রোনালদোর কিংবদন্তি ক্যারিয়ারের সিংহভাগ সময় কেটেছে ইউরোপে—ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলে দুই দশক ধরে মাঠে শাসন করেছেন তিনি। তবে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর তার আয় একেবারে নতুন উচ্চতায় পৌঁছায়।২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাঠে খেলার চুক্তি থেকে রোনালদোর আয় ছিল প্রায় ৫৫০...