ইতিহাসে প্রথমবারের মত সোনার দাম আউন্সপ্রতি চার হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে অর্থনৈতক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার আরও কমার প্রত্যাশা—সব মিলিয়ে এই নিরাপদ সম্পদের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। স্পট গোল্ড ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৩৪ ডলার ৭৩ সেন্টে। অন্যদিকে, ডিসেম্বরের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬ ডলার ৮০ সেন্টে প্রতি আউন্স। ঐতিহ্যগতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীল সময়ে সোনাকে ‘মূল্য সংরক্ষণের’ মাধ্যম হিসেবে দেখা হয়। এবছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ, ২০২৪ সালে যা ছিল ২৭ শতাংশ। ২০২৫ সালে সবচেয়ে ভাল কাজে আসা সম্পদের অন্যতম এই সোনা; যা শেয়ারবাজার, বিটকয়েন ও তেলের অগ্রগতিকে ছাড়িয়ে যাচ্ছে। সুদের হার কমার প্রত্যাশা, চলমান রাজনৈতিক ও...