রস টেইলরেকে চিনেন না এমন ক্রিকেটপ্রেমী সম্ভবত কমই আছেন। তাকে সবাই চিনেন নিউ জিল্যান্ডের জার্সিতে। যিনি কিউইদের হয়ে ২০০৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন ১৮ হাজার ২২১টি। তিনি ২০২২ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর মায়ের চাওয়াতে তার মায়ের দেশ সামোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। আজ বুধবার (০৮ অক্টোবর) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক (ইএপি) অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ওমানের বিপক্ষে তার অভিষেক হয়। তবে অভিষেক ম্যাচটি রাঙাতে পারেননি জয় দিয়ে। যদিও ব্যাট হাতে সামোয়ার হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন। কিন্তু তার দল হেরে যায় ৫ উইকেটের ব্যবধানে।আরো পড়ুন:অ্যাশেজ সিরিজে অনিশ্চিত কামিন্সশতরান পেরিয়ে বাংলাদেশ সামোয়া আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯...