নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতে সংস্কার এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার এবার একটি বড় ও সাহসী পদক্ষেপ নিয়েছে। সিদ্ধান্ত হয়েছে, দেশের মোট নয়টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা লিজিং কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। বুধবার (০৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই বিষয়টি অবহিত করেছেন। প্রেস সচিব আরও জানান যে, রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের আর্থিক খাতের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। বৈঠকে গভর্নর ড. আহসান এইচ মনসুর উল্লেখ করেন,...