তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে হামাস তাদের ‘শান্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার’ প্রদর্শন করেছে। বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেটাইমস অব ইসরাইল। আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে ভাষণে এরদোয়ান বলেন, ‘শারম আল শেখে চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভালো খবর পাওয়ার আশায় আছি।’ হামাসের ঘনিষ্ঠ সমর্থক এবং বৈশ্বিক পরিসরে ইসরাইলবিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত এরদোগান বলেন, ট্রাম্পের প্রস্তাব ইসরাইলের পক্ষে অতিরিক্ত পক্ষপাতদুষ্ট। তার ভাষায়, ‘শান্তি কোনো একপক্ষের ডানায় ভর করে উড়তে পারে না। শুধুমাত্র হামাস ও ফিলিস্তিনিদের ওপর শান্তির বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়, সঠিকও নয়, বাস্তবসম্মতও নয়। অস্ত্রবিরতি ও ন্যায্য শান্তিই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ।’ আরও পড়ুনআরও পড়ুনগাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ‘কসাইখানায়’ পরিণত হয়েছে: এরদোগান এরদোগান আরও বলেন, ‘ইসরাইলের আগ্রাসনই বর্তমানে...