ওয়ানডের রঙিন পোশাকে আফগানিস্তানের বিপক্ষে শুরুটা রঙিন হলো না বাংলাদেশের। আবারও সেই ব্যাটিং ব্যর্থতাই পেয়ে বসল বাংলাদেশকে। পঞ্চাশ পেরোতেই তিন ইউকেট হারিয়ে চাপে পড়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর তাওহিদ হৃদয় সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৮ রানেই হারায় প্রথম উইকেট। ১০ বলে ১০ রান করে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও পারলেন না দায়িত্ব নিতে। ফিরলেন ৫ বলে মোটে ২ রান করে। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে ভালোই এগোচ্ছিলেন আরেক ওপেনার অভিষিক্ত সাইফ হাসান। তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান তুলে ফিরে যান সাইফ। ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেন তিনি। সাইফ ফিরলে ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।...