বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবাদে সব ধরণের ঘরোয়া লিগ-টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিয়েছে দেশের তিন বিভাগের ৩৮ ক্লাব। তবে সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, লিগ আয়োজনের প্রস্তুতি চালাচ্ছে তারা। বলেছে, খেলোয়াড়দের স্বার্থই তাদের অগ্রাধিকার। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার’ আয়োজিত সংবাদ সম্মেলনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, “আমরা অনেক নির্বাচন দেখেছি—রাতের ভোট, দিনের ভোট, কারচুপি। এসব কিছুই গত ৬ অক্টোবরের নির্বাচনের ঘটনার তুলনায় কিছু নয়। ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব। এবং যেকোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকব। যারা ক্লাব প্রতিনিধির বিরুদ্ধে হুমকি বা ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এর মতো সংগঠকরা উপস্থিত ছিলেন। এই পরিস্থিতির মধ্যে, ক্রিকেট...