প্রতিষ্ঠার ১৭ বছর পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। মঙ্গলবার (৭ অক্টোবর) সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।আরো পড়ুন:বেরোবির সঙ্গে আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটস এর সমঝোতাপ্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বেরোবি বেরোবির সঙ্গে আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটস এর সমঝোতা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে রাখাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষোভে প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সমাবর্তনের মতো একটি ঐতিহাসিক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাজ কি? তারা চায় এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা বা অন্তত শিক্ষা উপদেষ্টাকে সভাপতি হিসেবে। অথচ পররাষ্ট্র উপদেষ্টাকে সভাপতি ঘোষণা...