যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) জব্দকৃত আসবাবপত্র লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে স্টেট শাখার উপ-রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে। এর আগে, গত ২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুটি খাট ও তোষক জব্দ করেন আনসার সদস্যরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জব্দকৃত ফ্রিজ ও মাইক্রো ওভেন নিজের অফিসে উপ-রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর কবীরকে অবৈধভাবে ব্যবহার করতে দেখা গেছে।আরো পড়ুন:দিনে শিক্ষার্থী, সন্ধ্যায় দোকানী রুবেলযবিপ্রবির শিক্ষার্থীর আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছুটি থেকে ফিরে না আসায় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. জাকিরকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি প্রদান করা হয়। দেনা-পাওনা পরিষদ না করায় তার বাসার জিনিসপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বাজেয়াপ্ত করে। উপ-রেজিস্ট্রার...