স্থায়ী কমিটির সূত্র জানায়, বিগত সময়ে স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা একাধিক আসনে দলীয় মনোনয়ন লাভ করতেন। এ বছর আর এই সুযোগ থাকছে না। কয়েকজন দায়িত্বশীল সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কেউ কেউ এবার প্রার্থিতাও করছেন না। এর মধ্যে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও নজরুল ইসলাম খান অন্যতম। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে তারেক রহমান বগুড়ার একটি আসন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুগাঁওয়ের একটি, মির্জা আব্বাস ঢাকার একটি, গয়েশ্বর চন্দ্র রায় একটি, ড. আব্দুল মঈন খান নরসিংদীর একটি, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের একটি, সালাহ উদ্দিন আহমেদ কক্সবাজারের একটি আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের একটি আসন, ডা. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনে, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলার একটি আসন থেকে প্রার্থিতা করবেন। সেলিমা...