চলতি বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’ উন্নয়নে অবদানের জন্য রসায়নে নোবেল পেয়েছেন জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ৩ বিজ্ঞানী। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। রসায়নে অবদানের জন্য যৌথভাবে নোবেলপ্রাপ্তরা হলেন- জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুসুম কিতাগাওয়া, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (বার্কলি) ওমর এম ইয়াগি ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবিনসন। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতেন যুক্তরাষ্ট্রের ৩ বিজ্ঞানী। কোয়ান্টাম মেকানিক্সের ওপর কাজের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়। তারও আগে গত সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্যদিয়ে নোবেল পুরস্কার ২০২৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ...