পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৮ কোটি ২৯ লক্ষ ৩৫ হাজার ৪৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬১১ কোটি ৮৭ লক্ষ ৪৬ হাজার ১৫০ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৯.১৪ পয়েন্ট কমে ৫৩৩৭.৮৬ ডিএস-৩০ মূল্য সূচক ১৩.৪২ পয়েন্ট কমে ২০৫১.৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.৩৭ পয়েন্ট কমে ১১৪৯.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে...