আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদোসৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করার পর রোনালদো হয়েছেন ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়। তার সম্পদের পরিমাণ এখন আনুমানিক ১.৪ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭৫০০ কোটি), জানিয়েছে আর্থনীতি বিষয় সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায় এবারই প্রথম কোনো ফুটবলার স্থান পেলেন। সংস্থাটির তথ্যমতে, আল নাসরের সঙ্গে রোনালদোর নতুন চুক্তির মূল্য ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ২১০০ কোটি টাকা)। এর আগে আল নাসরের সঙ্গে তার প্রথম চুক্তিতেই তিনি পেয়েছিলেন প্রায় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ১০০০ কোটি টাকা)। ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্লাব ফুটবলে রোনালদোর মোট বেতন আয় ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি (প্রায় ২৯০০ কোটি টাকা)। শুধু বেতন নয়, রোনালদোর আয় বেড়েছে বিজ্ঞাপনচুক্তি ও ব্যবসায়িক বিনিয়োগের কারণেও। নাইকি, আর্মানি, ক্যাস্ট্রলসহ একাধিক বিখ্যাত...