দেশব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করতে সারাদেশে সিটি করপোরেশন পর্যায়ে মেয়র বা প্রশাসককে প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে মাঠপর্যায়ে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করতে সারাদেশে সিটি করপোরেশন পর্যায়ে মেয়র বা প্রশাসককে প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কমিটির সদস্য-সচিব। কমিটির কার্যপরিধির মধ্যে...