৫. তাপমাত্রা ভারসাম্য রাখতেও ভূমিকা রাখেপ্রকৌশলীদের মতে, বাঁকা ছাদের এই নকশা ট্রেনের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। গরমের সময় তাপ ছড়িয়ে যেতে এবং ঠান্ডা রাতে তাপ ধরে রাখতে এ ধরনের ছাদ কার্যকর ভূমিকা রাখে। অর্থাৎ, ট্রেনের ছাদ শুধু সৌন্দর্যের জন্য বাঁকা নয়, এর প্রতিটি বাঁকেই রয়েছে প্রকৌশল, কার্যকারিতা ও যাত্রী-স্বাচ্ছন্দ্যের নিখুঁত সমন্বয়।সূত্র:জিও নিউজ উর্দু প্রকৌশলীদের মতে, বাঁকা ছাদের এই নকশা ট্রেনের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। গরমের সময় তাপ ছড়িয়ে যেতে এবং...